ধূপের ধোয়ায় ..., কপালে দীর্ঘ বিচ্ছেদ থাকে......তা কি তুই চোখের জল দিয়ে রদ করতে পারবি ? উৰ্ম্মিল ॥ না দিদি, আমি তো কাদিনি......কে গান গাইছিল, .. .. সেই গান শুনে, মনটা কেমন যেন উদাস হ’য়ে গেল ; 酶 甲 娜 事 ● গানের স্থর শুনলে আমার প্রাণের ভিতরটা কেমন আকুলি-বিকুলি করতে থাকে.চোখ ছল-ছলিয়ে আসে து ே ও কিছু নয় । সীতা । আমাকে ভোলাস নি, বোন,..... ধূমকেতুর ধোয়ায় এখনো তোর মনটা ঘোলাটে হ’য়ে রয়েছে ! প্রাণের ভিতর যার কান্নার মেঘ পম্থমিয়ে আছে, গানের হাওয়ায় তারি বাদলা নামে । সহজ হ’য়ে নে. সহজ হ’য়ে নে ;...... গ্রহ-তার ফলের সূচক মাত্র • ধূমকেতু বলছে তোমার আমার চল্বার পথে বিস্তর বিঘ্ন আছে !......কিন্তু সেই বিপদে যে ডুবৃব তা কে বললে ?......পূমকেতু ব’লে গেল, বন্ত আসবে, বাধের মাটি আলগা, সাবধান! এমন অবস্থায়, লোক বাধের গোড়ায় নতুন ক’রে মাটি দ্যায়, না চোখের জল ঢেলে বস্তার আগেই বঁধ ধ্বসিয়ে দ্যায় ? g o C, g 0 Ф কি করে ?......বল দেখি ! উৰ্ম্মিল ॥ যার বাধ দেবার শক্তি আছে সে বঁাধ দ্যায়, যার নেই সে কণদতেই বসে । সীতা ॥ তোর শক্তি নেই কি ক’রে জানলি ? br8
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।