পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় উৰ্ম্মিল ॥ নিজের শক্তি নিজে জানিনে ? সীতা ॥ না, জানিসনে, .....তুই কেন,......কেউ জানেন, ••••• ঘাড়ে বোঝা না চাপলে ঘাড়ের যে কতটা জোর তা পরীক্ষা হয় না ; .....বিপদ ঘাড়ে এসে পড়লে মানুষ অসাধ্য সাধন করে ;... . মানুষের শক্তির সীমা নেই । [ দাসীর প্রবেশ ] দাসী ॥ ছোটো কত্রী আপনাদের কাছে নিবেদন করছেন,...... কামরূপ থেকে একজন ভাণমতী এসেছে । সীতা ॥ কোথায় ? দাসী ॥ এই মেয়ে-মহলের অঙ্গনে। সীতা ॥ চল উৰ্ম্মিলা ভাণমতীর খেলা দেখিগে। উৰ্ম্মিলা ৷ চ-—লো । [ প্রস্তান তৃতীয় দৃশ্ব্য [ মেয়ে-মঙ্গলের অঙ্গন। দূরে দস্তুর প্রাচীর ; চারিদিকে বেলেপাথরের ঘর ; সোনাব জাল-অর্ণটা ঝরোকী ; নাগদত্তের ভরনায় জালির বারাও। সখীর দল ; সিংহ-পীঠিকায় মাণ্ডবী, শ্ৰুতকীৰ্ত্তি ; পাদপীঠিকায় বিহঙ্গিকা, কুরঙ্গিক ; মাটিতে ভাণমতী । ভাণমতাঁর উবু খোপ, পরনে নীলাম্বরী, গাছ-কোমর করে বাধা । এক হাতে আস্ত শাখের শাখা, 切”@