পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় মাণ্ডবী ৷ তুমি নখ-দৰ্পণ জানো ? ভাণমতী ॥ জানি কিছু-মিছু ! শ্ৰুতকীৰ্ত্তি ॥ আচ্ছা দেখাও । [ একদিক দিয়ে সীতা, উৰ্ম্মিলা ও অন্যদিক দিয়ে নকুলিকার প্রবেশ ] মাণ্ডবী ৷ এই যে, দিদি,......এস,......এখানে নথ-দৰ্পণ হচ্ছে। সীতা ॥ ( বসতে বসতে ) ভাণমতীকে ডাকালে কে ? শ্রুতি বুঝি ? মেয়েদের সব কেরামতি এক দিনেই দেখে ফেলতে হয় বুঝি ? মাগুবী ॥ না কেউ ডাকায়-নি,......আপনি জুটেছে! ভাণমতী ॥ তিন তুড়ি তিন ফুক্‌ ! দিই কুক্‌ কাপে বুক ধুক্‌পুকু......ধুক্ৰপুক ! ঝক ঝকৃ করে নখ ! এই দ্যাখ, কার মুখ ! নকুলিকা ॥ দেখি ! দেখি! বাঃ আশ্চৰ্য্য !......যুবরাজ রামচন্দ্র । ভাণমতী ॥ দিই ফুকৃ কাপে বুক ! ঝকৃ ঝকৃ করে নখ ! চেয়ে দ্যাথ করে মুখ । b〜今