পাতা:নবজাতক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নবজাতক

দৃঢ় কঠোর মুষ্টিতলে
রাখে সে অর্জিত
নিত্যকালের রতন কণ্ঠহার;
চির মূল্য দেয় সে তারে
দারুণ বেদনার।
আর যা কিছু জুটেছিল
না চাহিতেই পাওয়া
আজকে তারা ঝুলিতে নেই,
রাত্রিদিনের হাওয়া
ভরল তা’রাই, দিল তা’রা
পথে চলার মানে,
রইল তা’রাই একতারাতে
তোমার গানে গানে॥


৭৯