পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীচন্দ্রের গ্রন্থাবলী । পতঙ্গের নহে কি লে! স্বজন তাহার ? চাতকীর বিধাতায় অতৃপ্ত পিপাস তার নাহি কি মেঘের তরে করিলা স্বজন ? মানবের এত আশা হইবে নিরাশ যদি, নিষ্ফল আশার স্বষ্টি কেন নিরমম ? "কেন ?”—কহিলেন ভদ্ৰ—“জগতের এই 'কেন' ? কি সাধ্য বুঝিব বা ক্ষুদ্র নরনারী । কেন এ অনন্ত স্বাক্ট 1 বুৰি শশী গ্রহ তারা ? . কেন ক্ষুদ্র বালুমণ –কেবলিতে,পারি। আছে বিশ্ব নীতিরাজ্য, সে নীতি মঙ্গলময়, . সেই নীতি জগতের ধৰ্ম্ম-সনাতন ; মানবের আশা যত সেই নীতি অনুগত, মানব-নিরাশ সেই নীতির লঙ্ঘন। 4 তৃণট পরিবে কেন সিন্ধুপ্রেতি প্রতিকূলে করিতে আপন ক্ষুদ্র বলে সস্তরণ ? · সিন্ধুত্ৰোত প্রতিকূলে ক্ষুদ্র তরঙ্গিণীধারা বহিত্তে পরিবে কেন ? পারে কি কখন ? জগতের স্থখনীতি, সুখনীতি আমাদের, মানবের সুখ, সুখ তোমার আমার । সেই মহামুখ-স্রোতে, যাই তুমি আমি ভাসি, পাইব অনস্ত সিন্ধু, মুখপারাবার । কেমনে জানিলে তুমি, এ কামনা-লতিকায় । ফুটিত ফলিত মুখ দুঃখ কি তোমার? এ আশায়, নিরাশায়, কেমনে জানিলে নাহি মানব-মঙ্গল কোন নীতি নিঃস্তার । এ তীব্ৰ কামনা কেন, হায়! মানবের তরে ?