পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী । ২১২৭ আসিতেছি শূল হস্তে নিশুন্ত অমরানি, ছণ্ডিকা বিঁধিলা বেগে হৃদয় শূলে তখন। ৩২ শূলে ভিন্ন বক্ষ হতে জনমি পুরুষ আর— মহাবল মহাবীৰ্য্য কহে “তিষ্ঠ" বারংবার। ৩৩ সহস্তে আস্তেতে খড়েগ কাটিলেন শির তার, হইল তখন সেই ভূমিতলে নিপতিত। ৩৪ অঞ্জন খাইল সিংহ উগ্রদন্তে শিরেীধর, থাইল অমুৱে কণী, শিবদূতী তথাপর। ৩৫ কৌমারী শক্তিতে ভিন্ন করে মহাম্বরচয়, মন্ত্রপূত জলে অন্তে ব্ৰহ্মাণ করিল জয় । ৬৬ অপর ত্ৰিশূলে ভিন্ন করিলেন মাহেশ্বরী। ফেলিল বারাহী ভূমে ভুণ্ডাঘাতে চূর্ণ করি । ৩৭ চক্ৰ খণ্ড খণ্ড করে বৈষ্ণী দানব যত, ঐস্ত্রাণী হস্তগ্রি-যুক্ত বজে অন্তে করে হত। ৩৮ বিনষ্ট অঙ্কুর’কেহু, কেহ যুদ্ধে পলায়িত, कनौ १ि९ ङिौ निशं श्हेण बड डहिङ ।। ७२ ইতি নিগুস্তু বধ নামক নবম মাহাত্ম্য। ৯ দশম মাহাত্ম্য । ] مجسمہ جن بمب۔ চণ্ডিকাকে নমস্কার । ঋষি কহিলেন । হত প্ৰাণসম ভ্রাঙা নিশুম্ভ করি দর্শন, হত সৈন্যগণ,-ক্রুদ্ধ কহিল শুম্ভ তখন।