পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Soe दjश्रृं ! নবীনচন্দ্রর গ্রন্থাবলী । কবির কি উচ্চাসন ! যে কল-তরঙ্গ উদ্ধতম গ্রহ তারা করে তিরোধান, যায় সেই কাল বহি লহরী থেলিয়া কবির চরণ খুজে করিয়া প্রণাম। কোথা সত্য ত্রেত যুগ নাহি নিদর্শন কোথায় কালের শ্রেীতে গিয়ছে ভাসিয় । এখনও গায় ঋক-গায়ক সকল, বাজে বীণ বাল্মীকির জগুত মোহিয়া। দ্বাপর হইবে স্বপ্ন ; এই রক্ষভূমি কুরুক্ষেত্র কৃষিক্ষেত্রে হবে পরিণত । মানব অনন্তকাল করিবেক পান । মহৰ্ষির গীতামৃত আনন্দে সতত। কবির কালের সাক্ষী, কালের শিক্ষক ; শিক্ষা, সাক্ষী, বেদ সত্যযুগের সরল ; " কে গুনিত রামসীতা নাম মৃধাময়, না থাকিলে রামায়ণ ত্রেতার সম্বল ? সাম্রাজ্য, ঐশ্বৰ্য্য, বীৰ্য্য জগত নশ্বর – কবিতা অমৃত, আর কবির অমর। মহাকবি মহেশ্বর ! বিশ্বচরাচর মহাকাব্য ! কবিত্বের মহাপরিবার অনন্ত অভল ! কিবা কfবত্ব সুন্দর অক্ষরে অক্ষরে করে অজস্র প্রচার ! ষে পারে পড়তে এই কাব্য চিন্তাতীত, অনন্ত সঙ্গীত পারে করিতে প্রবণ ; খেলে প্রতিবিম্ব যার হৃদ্যপণে এ অনন্ত কবিত্বের,-কবি সেই জন ।