পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্ণ। কুরুক্ষেত্র। ১১৭৩ জলিতেছে কাষ্ঠথুনি জ্বলিয়া নিবিয়া ! জপিছেন ঋর্ষিবর রুদ্রাক্ষের মালা ধীরে ধীরে ; বনরাজি নীরব, নির্জন । দশদিন মহারথী করি মহারণ, বিনাশি অসংখ্য সৈন্ত, চতুরঙ্গদল, লিথিক্স অক্ষয় কীৰ্ত্তি কালের হৃদয়ে অস্ত্রমুখে, রণক্ষেত্রে কুধিরপ্লাবিত, সিন্ধুগর্ভে অষ্টমান অংশমালীমত, ভীমকৰ্ম্ম ভীষ্মদেব শর-শয্যাগত ! দুৰ্ব্বাস , উত্তম ! ক্ষত্রিয়-ক্ষয় হয়েছে সাধিত কৰ্ণ । ংখ্যাতীত একদিকে, হত অন্যদিকে ক্ষত্ৰিয়ের শীর্ষ ভীষ্ম কৃষ্ণ-উপাসক । রাজস্থঃ যজ্ঞে এই বিধৰ্ম্মী পামর বেদ-দ্বেষী কৃষ্ণে অৰ্ঘ্য করিয়া প্রদান ব্রাহ্মণধৰ্ম্মের মূলে করিল প্রহার প্রথম কুঠার তীক্ষ্ণ ; নিবারিতে রণ কত ধৰ্ম্ম-তর্কজাল করিল বিস্তার । উত্তম, সে বাহু, জিহবা, নড়িবে না আর ! তুমি ? ধরে নাই অস্ত্র প্রভুর আদেশে দাস এই দশ দিন, উপদেশ মত স্বজিয়া কলহ-ছল ভীষ্মের সহিত । দুৰ্ব্বাস । উত্তম ! সন্ধ্যান্তে আজি কি আনন্দধ্বনি কর্ণ। হইল কোঁৱৰ সৈন্তে ? * - প্রতিশ্রত দ্রোণ বধিবেন কালি যুদ্ধে করি ঘোর রণ