ri; fr | কুরুক্ষেত্র। ృeశ్రీతి পাপপুণ্য, ধৰ্ম্মাধৰ্ম্ম, জগতের নীতি, লড়ই দুরূহ তত্ত্ব । সেই রত্নচয় অনন্ত তিমিরগর্ডে ! হিংস আর প্রতি ঘটনার চক্রে করে স্থান বিনিময়। নিৰ্ম্মম নিষ্ঠুর এই পাপ অভিনয়ে শীর্ষ অভিনেতা ধিনি নিষ্ঠুর হৃদয়, দয়ার সাগর তিনি, পুণ্য-পরাবার । নিরক্ষ বসিয়া কৃষ্ণ অর্জুনের রথে সাধিষ্ঠেন স্থির চিষ্ট্ৰে ক্ষত্রিয় বিনাশ, নাশিষ্ট্রে নপ্রিয়জন দেখ কত মতে, হাহাকারে পূর্ণ করি আপন আবাস । যথা কৃষ্ণ তথা ধৰ্ম্ম, সেইপানে জয়,— সতী গান্ধারীর কথা সত্য নিঃসংশয় ।” বিস্ময়ে কহিল শিষ্য,—“হায়ু ! যদি প্রভূ । এই ইত্যাকাণ্ড ধৰ্ম্ম, অধৰ্ম্ম কি আর.? এই হত্যাকাণ্ড ধৰ্ম্ম !- হৃদয়েতে কতু নাহি পায় স্থান, এই হিংস পারাবার ! না পরিবুঝিতে কিছু নর-নারায়ণ কেশব করুণাসিন্ধু বিষ্ণু অবতার,-- জীবে দয়া, বিশ্বহিত, ধৰ্ম্মসংরক্ষণ, খ* শহা ধৰ্ম্মনীতি,-এই কাৰ্য্য তার ? যেই সুধাক্টর স্বধ করিবে বর্ষণ, সে কি এই হলাহল বর্ধিছে ভীষণ ।” সংঙ্গর শ্রষ্টার নীতি, স্বাক্টর কারণ, জড়ে ও অঙ্গড়ে বৎস "সৰ্ব্বত্র সমান । স্থাষ্ট স্থিতি লয় দেখ চক্রের মতন
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।