পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ー、><。 নবীনচন্দ্রর গ্রন্থাবলী । কখনো বৈরাগ্য ঘোর ভাসিয়া উঠিত প্ৰাণে ; ভাবিতাম ত্যজিয়ে সংসার সন্ন্যাস গ্রহণ করি করিব নিৰ্ব্বাণ দুঃখ, নব ধৰ্ম্ম করিয়ু প্রচার । কিন্তু দেখিলাম উদ্ধে, দেখিলাম চারিদিকে, কি জগৎ অনন্ত বিস্তার। মুখ সৌন্দর্য্যেতে ভর, কৰ্ম্মের সঙ্গীতে পূর্ণ, কি উচ্চ অচিন্ত লয় তার ! গগনেতে গ্রহ তারা, ধরতলে গিরি, গুল্ম, उङ्ग छू१ मौ, भाद्रादाद, যেখানে যাহার স্বাক্ট, সেইথানে কৰ্ম্ম তার, সেই কৰ্ম্ম নিয়তি তাহার । কেবল মানব স্বষ্টি ভ্রম কি হে বিধাতার জন্মক্ষেত্রে নাহি কৰ্ম্ম তার ? এ সংসার, এই গৃহ, পিতা, মাত, পত্নী, সকলি কি ভ্রম বিধাতার ? হৃদয়ের উচ্চতম পবিত্র প্রবৃত্তিচয় দৃঢ় করে করিয়া ছেদন, জন্মভূমি জন্মগৃহ ত্যজিয়া যাইব বনে,- ' এই তব ইচ্ছা, নারায়ণ ? পিতা, মাতা, পত্নী, পুত্র, একটি মানব, হয় ! যদি ভাল নাহি বাসিলাম, অনন্ত মানব জাতি কেমনে বাসিব ভাল, অনন্ত অচিন্তু ভগবান আপনার জন্মভূমি, জননীর স্নেহ ক্রোড়, বঙ্গভূমি কৈশোর ক্রীড়ার,