পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এ ধমু গাওীব শিশু, এ তৃণীর মম অক্ষয় তৃণীর-পুত্র, পূর্ণ বঞ্জ জালে,— অৰ্জুনের অস্ত্র-শিশু, বিষধর-শিশু পিতৃসম তীব্র বিষধর । দেখিবেন দ্রোণ এই ধনু, এ তুণীর, এই শরজাল, অৰ্জুনের পরাক্রম অরাতির কাণে পারে কহিবারে বজ্র নির্ঘোষে ভীষণ ; পারে লিখিবারে উগ্র অনল অক্ষরে অরাতির বুকে । নাহি থাকুন অর্জুন, দেখিবেন দ্রোণাচাৰ্য্য, অর্জুনকুমার করিবে বিফল আজি প্রতিজ্ঞ তােহর । তুচ্ছ এক মহারথী, মহারথী দশ হয় যদি হত আজি, তথাপিও দ্রোণ ধৰ্ম্মরাজ-কেশাগ্রও ছুইতে কথন নাহি পরিবেন । প্রিয়ে ! কৃপ, কর্ণ, দ্রোণ একে একে আfঞ্জ বুণে করি পরাজিত, পুথিব ক্ষত্রিয় কুলে কীৰ্ত্তি অভূলিত । কিন্তু সাতজনে যদি করে আক্রমণ ? অভিমতু্য উচ্চ হাসি উঠিলা হসিয়া— “এ নহে ক্ষত্রিয় ধৰ্ম্ম জাতিতে কেশরী ক্ষত্রিয়েরা, এই নীচ বৃত্তি শৃগালের নহে কৰ্ম্ম ক্ষল্লিয়ের । আসে সপ্ত জন, আসে সপ্তদশ জন,-কি ভয় উত্তরে ? এক সিংহ নাহি ভরে শিবা অগণন ।” বাজিল সমর বাষ্ঠ বিজয় ঝঙ্কায়ে শিবিরের দ্বারে। বেগে ছুটা কুমার,