পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । >ミQ> অৰ্জ্জুনের পুত্র তুই, নিজে মহারথী, নিৰ্ভয়ে ধরিয়া কৰ্ণ, আরোহিয়া রথে, হেলায় সমর সিন্ধু করি অতিক্রম, আনন্দে চলিয়া ষাবি বিজয়ের পার । নারীকুলে ভাগ্যবর্তী কে আছে এমন তোর জননীর মত ? ভ্রাতা নারায়ণ, পতি ধনঞ্জয়, পুত্র ষোড়শ বৎসরে মহারথী, ধৰ্ম্ম ক্ষেত্র কুরুক্ষেত্রে, জগতের এই মহাক্ষেত্রে অদ্বিতীয়, আজি পুত্র ক্ষেত্রপতি ! শোভিছে তাহার গলায় বরণ মালা, ললাটে তিলক । ຈລats ຄື: ຄືເສ বহিতে লাগিল বীর-জমনীর বক্ষে ; বহিতে লাগিল জীবন্ত উৎসাহ ধারা শক্তি-সঞ্চারিণী পুত্রের হৃদয়ে, পুত্র হইল বিহবল ৷ পুষ্পপাত্ৰ হ’তে নিয়া চারু পুষ্পহার দিলা কুমারের গলে সম্মিত বদন । কুমার মায়ের বুকে রাখিয়া বদন বুহিলা নীরবে, মাতা নীরব সজল, কি উচ্চ উচ্ছ্বাসে পূর্ণ হৃদয় যুগল ! সুভ। পিতৃ গুরু দ্ৰোণ, অতি সাবধানে বাছ রে । করিস্ রণ। না করিস্ তুচ্ছ, হয় যদি শক্ৰ , অতি ক্ষুদ্র তৃণোপম । করি আশীৰ্ব্বাদ,— সুভদ্রার বুক হইবে কবচ তোর ;