পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठेडद्रां । কুরুক্ষেত্র | >; থাক্ মেনে থাকৃ, তব ভালবাসা । সে ছাই বীরত্বে কাটি সারাদিন ফিরিলে শিবিরে, চিত্রে নিমগন ; নহে কবিতায় থাক উদাসীন। গাইয়ে বাজিয়ে কাটাইৰ দিন ভাকি মনে মনে, তাও সাধ্য কার ? ওই দেখ ওই শিবিরকোণায় অভি। ਦੋਵੇ। i আদরের যন্ত্র সব স্তু পাকার। ৰাধিতেছি বীণ, কর্ণে এক কর, অন্ত কর তারে,—ছাড়িল হুঙ্কার সেই পোড়া অস্ত্র,—কি নাম তাহার ? চমকিল কর, ছিড়ে গেল তার ! আর সাজ করি বাজাতেছি যদি, শেই হুমুহাম্ব-কি না তাহার । বীর সিংহনাদ । তাহার উপর ট্যাঙ্গ ট্যাঙ্গ সেই কোদণ্ড-টঙ্কার ! উত্তর গোগুহে যে বীরত্ব ভাই দেখাইল, ইহা পরিশিষ্ট তার ! ছাই শহরের মুখে রাশি ৱাশি ! মন বুঝি সেই বীরত্ব দাদার ? কেমন অক্ষত শরীরে ফিরিয়া আসিল, আনিল কতই ভূষণ । কতই পুতুল কপিছু নিৰ্মাণ সে বীর-রসনে মনের মতন। কেহ’ম মরিল, কেহ না কঁদিল, পতিহীনা নাহি হ’য় কারো দারা,