পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ శిలిపి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সত্য। ভারত যুদ্ধের কালে ঘোর অমঙ্গল ঘটেছিল এইরূপ শুনিয়াছি আমি । ফলিল তাহার স্থায় ! কি ভীষণ ফল ! যদুকুল ভাগ্যে, দিদি, কি আছে না জানি । রুক্মিণী । ভারত-যুদ্ধের ফল ভীষণ এমন, কে বলিল সত্যভামা ? ভারত-যুদ্ধের ফল,-fক.আনন্দ নিরমল ! ভারত ব্যাপিয় শান্তি, ধৰ্ম্মের উত্থান, ভারত ব্যাপির উঠতেছে হরিনাম জরাসন্ধ, শিশুপাল, অসংখ্য অবনীপাল, অধৰ্ম্মের মহীরুহ, নাহি দুর্য্যোধন, আপনার পাপানলে ভষ্ম পাপিগণ । কৃতৃণ কৃষ্ণ গণ কাটি যথা অগণন, শু গুণে পূর্ণিত ক্ষেত্র করে আপনার, ইতেছে স্বতৃণে পূর্ণ ভারত আবাপ! দেখেছি যা নয়নে, স্বপ্নে নহে, জাগরণে, দেখিতে যদ্যপি তুমি, হৃদয়ে তোমার ইষ্টত নিশ্চয় দিদি ভীতির সঞ্চাপ । কত নিশি ঘোরতর, সম!চ্ছন্ন বসুন্ধরা নবিড় তিমিরে, ঘোর কৃষ্ণ আবরণে, দধিদুছি—ম্মরিলেও ভয় হয় মনে ! দেখিয়াছি শয্যাকক্ষে, দেগিয়াছি এই চক্ষে, মহামেঘ-প্ৰভা কৃষ্ণ নারী উন্মদিনী, মুক্তবেশী মহমেঘে কৃষ্ণা সৌদামিনী। হাসিতেছে খল খল, নয়নে কি অনল জলিতেছে, অঙ্গে অঙ্গে মহিমা-স্বপন, স 苓 o C