পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রাজস্বয় যজ্ঞস্থলে নিবরিচু কি কৌশলে ! বলি দিয়া অশান্তির দুই অবতার, করিলাম শাস্তির সে সাম্রাজ্য প্রচার । । কিন্তু কি হইল বল ? অধৰ্ম্মী প্রচণ্ডানল জ্বালাইয়া কুরুক্ষেত্রে, পতঙ্গের মত হইল ভস্মিত, করি শ্মশান ভারত । কত যত্ন করিলাম, জ্ঞান তুমি অরিাম নিবারিতে কুরুক্ষেত্র, হইল নিষ্ফল,— পূর্ণ অধৰ্ম্মের, রাণি ! ধ্বংস কৰ্ম্মফল । অধৰ্ম্মের যে উত্থান জ্বালাইল সে শ্মশান, সে অধৰ্ম্ম যাদবের অস্থিমাংসগত, বহিতেছে শোণিতের সঙ্গে অবিরত । এ অশান্তি অমঙ্গল জানিও তাহরি ফক্স ; কেমনে নিবারি,-কেন নিবারিব আমি ? নহে যাদবের, আমি মানবের স্বামী * “আমি মানবের স্বামী-শিহরিয়া দুই প্রাণী । দেখিলা যোগস্থ মূৰ্ত্তি নীলমণিময় দীপিতেছে দীপালোকে উদ্ধ নেত্রদ্বয় ! দুর ঝটিকার মত ও কি শত্ব অবিরত আসিতেছে ভাসাইয়া আনন্দ-উৎসব - মানবের হাহাকার, পক্ষী-কলরব ! কাপিতেছে ঘন খন ধরা ক্ষুদ্র দোলা সম, রুক্মিণী ও সত্যভামা পতিপদতলে পড়িলেন শয্যাভ্রষ্ট প্রকম্পন-বলে । পতনে অৰ্দ্ধমূৰ্ছিতা, ধরিয়া বিক্ষিত ভীত পত্তির চরণদ্বয়, উঠিলা কঁদিয়া,