পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । N93 ) যোগী সংখ্যাতীত বসি স্থানে স্থানে ভক্তিপুত কণ্ঠে করে গীত গান, কেহ বা যোগস্থ, সমাধিস্থ কেহ, করে যোগেশ্বর শ্রীকৃষ্ণের ধ্যান। কুরুক্ষেত্র পূৰ্ব্বে অন্তর বিগ্রহে যে বাণিজ্যে ক্ষেত্র ছিল মরুময়, আজি সেই ক্ষেত্র মহারস্ত্রকর, অনন্ত রত্বের অনন্ত আলয় । আসিদ্ধ অচল ব্যপি মহাম্রোতে, ঢালিয়াছে রঞ্জ সেই রত্নী কর প্রভাসে অজস্র, বিপণমালায় দিগন্তু সজ্জিত, কি শোঙ’ সুন্দর ! বিছবল বিক্রেতা গায়ে কৃষ্ণনাম, , কৃষ্ণনাম ক্রেতা পাইছে বিহবল, পণ্য কৃষ্ণনাম, মূল্য কৃষ্ণনাম, কৃষ্ণ-প্রেম যেন বাণিজ্য সম্বল । দেখিলেন হরি জ্ঞান, ভক্তি, কৰ্ম্ম, তিন মহাম্রোতে করিয়া প্লাবিত সমগ্র ভারত, আজি এ প্রভাসে কৃষ্ণ-প্রেমাণৰে হয়েছে মিলিত । প্রণমি সাষ্টাঙ্গে আকুল উচ্ছ্বাসে কহে শৈল দর দর ছনয়ন— “দেখ নরনাথ ! দেখ নারায়ণ --- আর্থ্য অনার্য্যের প্রেম সম্মিলন । ক্রিযুগের হিংসা, কলহ, বিদ্বেষ, তব প্রেম-স্রোতে গিয়াছে ভালি।