পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *8 স্বলে । নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ওই দেখ নিত্য স্থিত কতই পুরুষরত্ন পালিয়া স্বধৰ্ম্ম কিবা ত্যজিছে জীবন ! পালিতেছি আমরা কি স্বধৰ্ম্ম তেমন ? : মানিলাম নারী-ধৰ্ম্ম আৰ্ত্ত আহতের সেরা, । কিন্তু শক্রদের সেবা কেন ? তাহাঁদের মড় নিয় তাহারা মরুক গিয়া, তোর কেন মাথাব্য হেন ? শত্রু —শত্ৰু কি মানুষ নহে লে আমার মত ? রক্ত মাংস নাছি কি তাহার , , । তোমার মামার প্রাণ, নহে কি শত্রুর প্রাপ * 朝 এক জল, ভিন্ন জলাধার । § তাৎ এক ধাতুময়, অস্ত্রে একরূপে হয় সৰ্ব্ব দেহ ক্ষত ও বিক্ষত ; সহে একরূপ ব্যথা, একরূপ মৃত্যুমুখে । শুক্র মিত্র হয় নিপতিত । শক্ৰ —এক ভগবাম সৰ্ব্ব দেহে অধিষ্ঠান, সৰ্ব্বময় এক অদ্বিতীয় । কের ভূমি, কেব৷ আমি, কেবা শক্র, মিত্র কেন ? কারে বল প্রিয় বা অপ্রিয় ? শক্ৰকেও তাঙ্গ বলি করিব কি মিত্র জ্ঞান ? মিত্র ওই কর্ণ দুৰ্য্যোধন ? দুর্জনের (৪) দুঃখে দুঃখী হইব কি ? সমভাবে বিষৗমৃত করিব গ্রহণ ? যেই জন পুণ্যবান, কে না তীরে বাসে ভাল ? তাহান্তে মহত্ব কিবা আর ? পাপীরে ষে ভালবাগে, আমি,ভালবাসি ভারে,