পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @సెy মবীনচন্দ্রের গ্রন্থাবলী : বুঝিয়াছি তুমি জ্ঞানের অতীত, ভক্তির অতীত নহ ভগবান ! তব ভক্তি-ক্ষেত্র, প্রেম ক্ষেত্র-তব, যাব বৃন্দাবনে, ভজিব তোমায়। তুমি হবে প্রভু, আমি হব দাস, পরে পুত্র, তুমি পিতা করুণায়ু । আমি পিতা মাত কিছুদিন পরে, তুমি ননীচোবা দুলাল আমার, পরে প্রেমময় সখা দুই জন, গোষ্ঠে গোষ্ঠে প্রেমে করিব বিহার ; তখন হইবে তুমি প্রাণপতি, আমি প্রাণ-পত্নী হইব তোমার ; তুমি যে রমণ, রমণী যে আমি, এই জ্ঞান শেষে রবে না আর } ভক্ত ভগবান, প্রেমিক প্রেমিক, श्झेद फ़ेिब्राध्न, श्रांममप्रघ्न, { রাস নিশি শেষে, চরণে বিদায় जद्देल उँढ़व, कङ्ग*भिष्ट्र, !” চরণে পড়িয়া, গড়াগড়ি দিয়া, পবিত্র ধূলায় ধূসরিত কয়, *হরে । কৃষ্ণ হরে ”— গর্জি বাহু তুলি উদ্ধৰ নাচিয়া নাচিয়া যায় । *হরে । কৃষ্ণ ! হরে ”— গৰ্জ্জিল প্রভাস, ছুটিল উন্মত্ত নরনারীগণ উদ্ধবে বেড়িয়া, নাচিয়া নাঢ়িয়া, ফুল্ল জ্যোৎস্নায়, অতুল দর্শন !