পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস ১৪২১ হইল ভীষণতর ; মুহূর্বেক পরে হ’ল নিমজ্জিত মহাজলধি গর্জনে । করিয়া ভীষণতর সে ভীম নিৰ্ঘোষ উঠিল ঘর্ঘরধ্বনি গর্ভে বস্থধার ! সংখ্যাতীত রখে যেন মত্ত দৈত্যগণ মহাহবে ;--হইতেছে ভীম বেগে যেন রথে রথে অস্ত্রে অস্ত্রে ভীম সংঘর্ষণ । বিদীর্ণ করিয়া ধরা, রৈবতক গিরি, কুৰ্ব্বাস আশ্রম-শৃঙ্গ,শত বৰ্জনালে হইল বিক্ষিপ্ত কিবা ভীম বহিরাশি ! কিবা দৰ্পে, কিবা বেগে ছইল গগন ; নভ:স্থল, ভূমণ্ডল, উঠিল জুলিয়া নীল রক্ত লৈশ্বানরে ;–কি ক্রীড়া ভীষণ, অফলন অনলের, বেণর বিলে ডুন ! ঘন ঘন ভূকম্পন, ঘর্ঘর গর্জন ! নিবিল সে বহিরাশি । ধূম বিভীষণ নিবিড় মেঘ-তরঙ্গে ছাইল গগন, অবরিল পূর্ণশশী, করি নিমজ্জিত অমাবস্তা-অঞ্জ করে বিশ্ব চরাচর । ভস্ম বৃষ্টি, ধাতু বৃষ্টি, বৃষ্টি সাগরের হইতেছে,মুহুমুহু মৎস্ত নানাবিধ,— যেন মহা তিমিঙ্গিল গিরি রৈবতক প্রসারি ভীষণ মুখ করিতেছে বেগে উৎক্ষেপিত বহ্নিরাশি ! গিরি-অঙ্গ বহি পড়িছে গৈরিক ধারা অগ্নিধারা মত মহাশ্রোতে স্থানে স্থনে ; পড়িতেছে বেগে