পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । 8 আবরিত বেল-ভূমি ধূম্ৰ ভস্ম আবরণে, আবরিত চরাচর-নিস্তব্ধ নিশ্চল । শিলাখণ্ডে, ধাতুখণ্ডে,-ভূগর্ভজ, সমুদ্রজ,— নানা জীবে, দ্রব্যে নান, সমাচ্ছন্ন তীর ভস্মাবৃত্ত, সমাচ্ছন্ন প্রাস্ত জলধির । রহিয়! বুহিয়া ধরা কঁাপিতেছে মৃত্যু, গুরু, প্রকম্পন অবিরল, অথবা বিপুল ; যেন ক্রীড়াশীল শিশু দোলাইছে ক্রীড়া-দোলা, বভু ঘন, বহুক্ষণ কখন নিশ্চল । মুহাশক্তি ধূমৰঠী গরজি জলধি-মন্দ্রে, রহিয়া রহিয়া নৃত্য করিতেছে ভীমা, ধ্বংস করি দিবাকর, ধ্বংস করি চরাচর, ক্ষুদ্র বেলাখণ্ডে যেন করিয়াছে সীমা । কি ষেন ঘটনা ঘোর, কি যেন গভীর শোক, ঘটিবে যুগান্তকারী বক্ষে বসুধার । মানবের ইতিহাসে, মানবের মহাকাব্যে, এক মহাসর্গে হবে সমাপ্তি প্রচার ! কি যেন ঘটনা ঘোর, কি যেন গভীর শোক, আসন্ন, চাপিয়া বক্ষে নারী ধূমাবতী পড়ে আছে দীর্ঘাকার, একটি উপলখণ্ডে, পাষণে পড়িয়া যেন পাষাণ-মূৰ্বতি । তার ক্ষুদ্র ইতিহাসে, জীবনের ক্ষুদ্র কাব্যে, আসন্ন, সমাপ্তি , আজি হৃদয় তাহার ধূম্রল ঘোরাল ওই মহাপারাবার। কি তরঙ্গ, কি উচ্ছ্বাস । হাহাকার, কি নিশ্বাস । কি মন্থন, বিলোড়ন । ফাটিতেছে বুক ।