কুরুক্ষেত্র। } etళసి tः श्ध्न, ੰਬਰ !" “জয় ! স্বভদ্রার জয় ! অর্জুনমহিষী জয় |”— কে গাইল বশরীর স্বরে ? স্বলে। আ মলো ! কে কালামুখি ! "জয় স্বলোচনা জয়”— তের বুঝি কণ্ঠে নাহি সরে ? “জয় পণ্ডিবের জয়! জয় ফুৌরবের জয় ”— শুনে শুনে হtড় জালানে “জয় ! স্বভদ্রার জয় ”—তাঁহার উপরে কেন কাটা ঘাঁয়ে মুন বরিষণ ” aমহাধু শিবির-দ্বারে ব্যাস-শিষ্য এক জন”— সর্থী অন্ততরী কহে আসি । বাস্তে ভদ্র কহে—*আন পাষ্ঠ অৰ্ঘ্য দিয়া তাকে।” মুলোচনা ক্রোধে অগ্নিরাশি ! জানি সেই বুড়া বিন এমন বেহদ আর তালকাণা কেহ কি লো হয় ? খেটে খুটে সারাদিন লভিতেছি এ আরাম, এলো কি না--সুভদ্রার জয় ” এখনই সে অদ্ভূত ঘট, পট, সৰ্ব্বভূত, খোলা যাবে কত শাস্ত্র-হাড়ি । সাই উত্তরার কাছে, হাসির তরঙ্গে তার যদি ভূত নামাইতে পারি ” শিবির-হারে আহা ! ও কি মূৰ্ত্তি মনোহর । সখীর না চলিল চরণ। নীলোৎপল প্রতিমায় জাগিতেছে যৌবনের কি মধুর প্রথম স্বপন ! মুনীর গৈরিকে ঢাকা অপরাজিতার রাশি
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।