পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস } 288(t মুহূৰ্ত্ত মূৰ্ছাস্ত পরে, বাসুকি উন্মত্ত শোকে, মুহূৰ্ত্তেকে সেই শর করি উৎপাটন। হানিল অপেন বক্ষে, হানিতেছে পুনৰ্ব্বার, কড়িয়া লইয়। শর বেগে নারায়ণ, করিলেন মহাসিন্ধু-গর্ভে বিসর্জন । ব্রিহ্মা মহীপারাবার, সেই মহা বুক্ত অীর কে করিবে প্রক্ষণলন, করিবে ধারণ ? : রক্ত নারায়ণ —মহ। সিন্ধু নারায়ণ । হরির চরণ-ক্ষত ভক্তের হৃদয়-ক্ষতে, বাস্থকি সে পাদপদ্ম, করিল ধারণ,— কি মিলন পতিত ও পতিতপাবন । কি মিলন অঙ্গে অঙ্গে, রক্তে রক্তে কি মিলন ! প্রেমে প্রেমে কি মিল ন—ভক্ত ভগবান । কিবা মহাবিনিময় ! কিবা দান প্রতিদান ! এই মহাদান, এই মহা প্রতিদান, যুগে যুগে মানবের মহা পরিত্রগণ । এইরূপে রক্তে রক্তে, মাংসে মাংসে এইরূপে, সিন্ধু-জলে মিশি জল-বিন্দু কলুষিত, হয় বিন্দু পুর্ণকাম, হয় পরিত্রিত ! অশ্রুধার ছনয়নে বহিতেছে দরদর সেই ক্ষত সন্মিলনে ; করি বিগলিত সে অশ্রুতে পাদপদ্ম, পতিতপাবনী গঙ্গা হইতেছে বাস্থকির বক্ষে প্রবাহিত । বাস্বকি অধীর শোকে, ৰামকি অধীর প্রেমে, প্রেম-শোক-সম্মিলনে অধীর হইয়া, . “হায়! কি করিলে হরি। --ক্ষম মুগ্ধ বালিকায় ”—