পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88* 蘇 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । স্রেতোৰলে,—স্রোত তবে শত্রু কি তাহার ? তরঙ্গে তরঙ্গাঘাত, তটভূমে প্রতিঘাত, উৰ্ম্মির কি শত্রু উৰ্ম্মি, শত্রু কি বেলার ? এই ঘাত প্রতিঘাত আমার শক্তির ক্রীড়া, এই ঘাত প্রতিঘাতে হতেছে স্বজিত পলে পলে বসুন্ধরা, হইতেছে পলে পলে প্রবাল মুকুতা রাশি স্বজিত বন্ধিত । এই ঘাত প্রতিঘাত চেতন জগতে অাছে, মানব-জগতে আছে এ ক্রীড়া আমার ; এই ঘাত প্রতিঘাত,—প্রভাস ও কুরুক্ষেত্র । এ নহে তোমার ক্রীড়া, নহে দুৰ্ব্বাসার । মানব মঙ্গল তটে অধৰ্ম্ম তরঙ্গায়িত— । পতিত ক্ষত্রিয় জাতি—হইয়া প্ৰহত, প্রভাস ও কুরুক্ষেত্রে হইয়াছে হত । এই ঘাত প্রতিঘাতে মানবের কি মঙ্গল দেখিতেছি নাগরাজ হয়েছে সাধিত, ধরতিলে ধৰ্ম্মরাজ্য হয়েছে স্থাপিত | দুৰ্ব্বাসার ষড়যন্ত্র, আর্য্য অনার্যের সন্ধি,— আমার নীতির ক্রীড়া নহে দুৰ্ব্বাসার , তুমিও দুৰ্ব্বাস মাত্র, নিমিত্ত তাহার। আমি এই মহাবিশ্ব, এই বিশ্ব মম রূপ, শক্তির নীতির মম মহা আবর্জন । এই আবৰ্ত্তন—স্বষ্টি, স্থিতি বিনাশন ’ এ কি কথা ! এ কি মূৰ্ত্তি -ৰাক্সকি বিস্ময়ে উঠি, দেখিতে লাগিলা মূৰ্ত্তি বিস্ময়ে বিহ্বল । শুনিতে লাগিল কাণে সে কথা কেবল ।