পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৭২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এমন মধুর নাম, পতিতপাবন নাম, এমন ত্রিতাপহুর, শীতল শাস্তির ধাম, নাহি মৰ্ত্তে, নাহি স্বর্গে। এমন মধুর নাম, 히ts, ! is C51 하te I 하ts g, ! গাও মুখ মধুস্বরে ! গাও চোক অবিরাম বরধিয়া প্রেমধারা ! নামামৃত করি পান, গাও প্রেমানন্মে তুমি গলিয়া, পাষাণ প্রাণ ! নামামৃতে মত্ত অঙ্গ নেচে নেচে গাও নাম । হরে । কৃষ্ণ ! হরে । কৃষ্ণ হরে । কৃঞ্চ হয়ে ! হরে । হুরে । রাম ! হরে ; রাম । রাম । রাম ; হরে হরে - দুই বাহু উৰ্দ্ধে তুলি, দিয়া তালি অবিরাম, নাচিতেছে নাগরাজ গাইয়া গাইয়া নাম পাগল শিশুর মত, বহিয়া নয়নধারা ভিজিতেছে বক্ষ, বেলা,--নাগরাজ আত্মহারা ! প্রেমানদে চিত্ত যেন হইয়াছে গ্রপূবত । বহিতেছে অনিবার নেত্র পথে উদ্বেলিত। সেই নৃত্যে, সে আনন্দে, সুভদ্রা ও ধনঞ্জয় ভুলিলেন আত্মশোক, হইলেন তন্ময়। সেই প্ৰেম ! সে আনন্দ ! সেই গীত ! সে নর্বন ! হইতেছে বাস্থকির স্বের্ণ কম্প ঘন ঘন । भशङारद cबाशक्ठि श्ईश cश् अशैौद्र পড়িতে, আপন অঙ্কে ভদ্রা লইলেন শির। মহাভাবে জয়, পাৰ্থ শৈল, আত্মজ্ঞানহীন রছিলেন কিছুক্ষণ, আত্মপ্রেমানন্মে লীন । মহাশোক-শ্ৰোতস্বতী খনন স্বভার হইল বিলীন, পশি প্রেমানন্দ পরিবার।