পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । । S8q-0 ধীরে ধীরে বাস্থকির উপজিলে বাহু জ্ঞান, কহিলা শৈলজা—"দাদা ! পূর্ণ তব মনস্কাম । যে দেবী আরাধ্য তত্ব, জীবন-স্বপ্ন তোমার, চেয়ে দেখ তব শির অঙ্কে সেই স্বভদ্রার। ষেই পার্থ শত্রু তব, দেখ পদতলে বসি সেবিছেন পদ তব ! কি প্রেমে কি অশ্র খসি পড়িতেছে পদে তব, পড়িছে বক্ষে তোমার ! হইয়াছে প্রেমানন্দ কি মহাশোকে সঞ্চার! · জলিলে একটি জন্ম যেই প্রম-পিপাসায় কর পান সেই প্রেম অজস্র স্বধা-ধারায় ! পতিতপাবনী পারা এই মাতা জাহ্নবীর, জুড়াইবে প্রাণ তব, জুড়ায়েছে পাপিনীর ” "মুভদ্ৰা ! মুভদ্ৰা ! পার্থ।”—নাগরাজ সবিস্ময় উঠিয়া রহিল চাহি মূৰ্ত্তিৰৎ, প্রীতিময়। -মুন্ডজ। —জীবন স্বপ্ন । সুভদ্ৰা ! পিপাসা মম ! একটি চরণ-রেণু ভাবিতাম স্বৰ্গ সম । আমার আরাধ্য দেবী, আমার সর্বস্ব ধন,— ক্টর অঙ্কে মম শিয়, আমি পাপী নরাধম। হয় মা ! একটা জন্ম পুড়ি কিবা কামানলে । পূজিয়াছি পত্নীভাবে, চেয়েছি হরিতে বলে। , , করিয়াছি কুরুক্ষেত্র, এ প্রভাগ সংঘটিত । কোঁৱৰ যাদব রক্তে করিয়াছি বর্গমিত । এই কর এই আত্ম-সম্বলি লীলা উহার । আজি কোথা সে জজ্ঞা । সে বাস্থকি কোখ আর? স্বপন স্বপন সব -বিকট স্বপন ঘোর । সেই ঘোৰ অমান্স আজি ৰৈছে জোর।