পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8ሦ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শুনেছে পতির যেন। অঙ্গ ঢল ঢল অনুরাগে, অনুরাগে প্রফুল্ল বদন । আবেশে অবশ দেবী গলা জড়াইয়া পড়িলেন সপত্নীর বক্ষে স্বর্গোপম । সেই হাসি, সে আনন্দ, রহিল ভাসিন্ধা চিত্রে যেন ; ধীরে দেবী মুদিলা নয়ন। পূর্ণিমা নিশাস্তে চন্দ্রে জ্যোৎস্ন' যেমন, মিশাইল পতিপনে সতীর জীবন, স্থপ্ত আনন্দের মূৰ্ত্তি পর্যাঙ্কে রাখিয়া পাদপদ্ম নিজশিরে করিয়া গ্রহণ, সত্যভামা মহাশোকে কহিল কাদিয়া, —আনন্দের পদতলে শোকের ক্ৰন্দন,— ‘তুইও দিদি ৷ পাপিনীরে করি বিসর্জন এই শোক দাবানলে, গেলি চলি হয় ! কর আশীৰ্ব্বাদ । অজ্ঞা পালি নিরমম দুজনার পাদপদ্ম দাসী যেন পায় । পতি দেব, পত্নী দেবী,”—শোকে ফাস্তুনির রুদ্ধকণ্ঠ নয়নে বহিতেছে নীর। প্রেমে শোকে ছল ছল নেত্ৰ মহর্ষির ; চাহি জলধিত্ব পানে চারি নেত্র স্থির।

  • মানব থাগুবানল,ভীষণ শ্মশান, , দেখিয়ছি কুফক্ষেত্রে --কহিলা অর্জুন – “দেখিয়াছি হয় । দেব। প্রভাসে আবার পৃথিবী গগনবাণী সেই চিতাগুন! |