কুরুক্ষেত্র । g 2 • Ré কঁদিয়া তাহার শির দ্বাধিয়া অন্ধে আমার, কহিলাম--পিপাসা আমার কিছু আর নাহি ভাই। তুমি নাহি কর পন, এটা জল ছুইব না আর " বাম করে খুলি মুখ দিলাম ঢালিয়া বারি, পান করি কহিল আবার,— “এমন না হবে কেন, “ অভিমন্য ভূমি পুত্র , আমাদের মাতা স্বভদ্রার ” বহিল যুগল ধারা দু’ময়নে, দুই তার ক্রমে ক্রমে অপলক স্থির ; মায়ের পবিত্র নাম থাকিতে অধর প্রান্তে বীর-স্বর্গে চলি গেল বীর । সেই জগতের মতা আমার মুভদ্রামাতা” ছাডি গল মুলেচন মার, গলায় মা সুভদ্রার পড়ি, কহে “মা । মা ! শুমা ! জগতজননী মা আমার ” স্নেহভর মুখখনি স্বভদ্রা লইয়া বুকে চুম্বিলেন আবার আবার, কহিলেন,—“সত্য বৎস ! তুচ্ছ ভদ্রস্থলোচনা, জগতজননী মা তোমার । মাতৃ-প্ৰেম-পূর্ণ বুকে দেখিয়া তাহার মুখে পরিপূর্ণ অখিল সংসার, ঢালি ও এ প্রেমধারা, তখন দেখিবে মাতা গুই নহে, অসংখা তোমার !” ছয় চক্ষু ছল ছল - যেন পুষ্প-পাত্রোৎপল ! র্কি সঙ্গীত জগৎ প্লাবিয়া .
পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।