পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

دهه د: নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অৰ্জুনের পাপ নাম, অৰ্জুনের পাপকীৰ্ত্তি, এই ভক্ষরাশি মত সিন্ধুতীরস্থিত, . অচিরে কালের সিন্ধু, পবিক্রিয় ধরা বক্ষ, একই উচ্ছ্বাসে যেন করে অপনীত । । মধ্য মূৰ্ত্তি জগন্নাথ, শৈলজা সুভদ্ৰা পার্থে, বিরাজিবে কাল-বক্ষে এ তিন মূৰ্বতি । মধ্যে হরি হিমাচল পার্শ্বে প্রেম-স্রোতস্বতী । বহিবে অলকানন্দ, মাত ভাগীরথী।” হইল মলিন মুখ শৈলজার, শৈল যেন . পাইল পরম ব্যথা, সজল নয়ন কহিল কতরে শৈল-“ধনঞ্জয় মহাপাপী ! কৃষ্ণ-লগা পাপী ! তবে পাপী নারায়ণ | ক্টর রাজ্যে কত হত্য ! কি জীব-শোণিত-সিন্ধু হইতেছে তার রাজ্যে নিত্য প্রবাহিত 1 সেই মহাঁহত্য-ক্ষেত্র তুলনায় কুরুক্ষেত্র, অনন্ত সিন্ধুর কাছে বিন্দু পরিমিত । যার ভুজবলে এই বিরাজিছে মহারাজ্য, বিরাজিছে মহাশান্তি ব্যাপিয়া ভারত, যাহার বীরত্ব গাথা, যার করুণার কথা, গাইছে, অনস্তু কাল গাইবে জগত । অশ্বিক মহাপাপী আজন্ম শত্রুর প্রতি রণক্ষেত্রে করুশীয় শ্লথ কর যার, আমি পতিতার প্রতি করুণার,এ প্রাহ, ফিরায়ে মলিন মুখ চাহি পৈায়ন প্রতি, কারে ছিল শৈল—“হে ভগবান।