পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আভি । নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ক্রমে একাদশ সর্ণ-কিবা দুগু ! বিশ্বরূপ ! বিরাট ও বিশ্বময়, চিন্তাতীত, অপরূপ সৰ্ব্বদেহ বোমাঞ্চিত, পড়িয়াছে গ্রন্থ খসি, ੇ শূন্ত পানে যুবা বিস্মিত স্তম্ভিত বলি ! এক কৃষ্ণ রূপে ব্যাপ্ত দেখি বিশ্ব চরাচর, অনাদি অনন্ত কিবা বিরাট পুরুষবর }, সংখ্যাতীত সৌর রাজ্য, চন্দ্র, তারা, প্রভাকর, ঝলসি সে মহাবপু ভ্ৰমিতেছে নিরস্তুর ! সংখ্যাতীত ধূমকেতু, সৌর অগ্নি অস্ত্রমত, . অনন্ত পূরিয়া স্বনে ছুটিয়াছে অবিরত ! ছুটিয়াছে মহামন্দ্রে মেঘবৃন্দ অগণন বিক্ষেপিয়া তাড়িতন্ত্রে ধন বজ্র বিভীষণ । গ্রহে গ্রহে বিধুনিত সংখ্যাতীত পারাবার, বহিতেছে সংখ্যাতীত নদ নদী অনিবার । অসংখ্য ভূধরমালা, অগ্নি-গিরি অগণন, সধূম্ৰ গৈরিক-রাশি করিতেছে উদগিরণ । মূহুমুর্কি কত্ত গ্রহ, অগ্নি-উল্কা বিকীর্ণিত করিয়া, বিরাট শব্দে হইতেছে বিচূর্ণিত ! স্থাবর জঙ্গম সব হইতেছে অবিরত স্ব৪. স্থিত লীন দেহে, জলে জলবিম্ব মত । অনন্ত করল-মূৰ্ত্ত করিছে বিশ্ব সংহার, উঠিছে গ্রহে গ্রহে কি ভীষণ হাহাকার ! করুণানিধান কৃষ্ণ, মা গো ! জগন্নাথ হরি, কেন নাশিছেন বিশ্ব এ ভীষণ রূপ ধরি ? अऔिश, नक्र्रभग्न, अर्क्सङ्गठ-भूणाक्षाद्र যদি বৎস! বিশ্বেশ্বর, বিশ্ব তবে রূপ উীর ।