পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*念・○8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পুষ্পবৃক্ষে পুষ্প ৰথ৷ বসেস্তর পরশনে উঠিল ফুটিয়া যেন তারকা অম্বরে । কত শিশু বিদ্যালম্বে ! কপিল নগরে কত । কিন্তু এই শিশু—এ ত নহে পৃথিবীর – শাস্ত, স্থির, আচঞ্চল, কি মহিমা সমুজ্জল আলোকিছে স্বর্ণকাত্তি, কি মূৰ্ত্তি:প্রীতির । ক্রীড়া-যুদ্ধে, মৃগয়ায়, নাহি সমকক্ষ কেহ, নাহি সমকক্ষ অশ্ব, অস্ত্র, সঞ্চালনে ; কিন্তু ঘোর মৃগয়ায়, ঘোর যুদ্ধক্রীড়াঙ্গনে, চকিতে থামিত শিশু, কি ভাবিত মনে । মৃগের পশ্চাতে ছুটি আকৰ্ণ টানিয়া শর, সে মুহূৰ্ত্তে প্রতিহার করিত কখন : যাইতেছে অশ্ব ছুটি শুনি অশ্ব কষ্টশ্বাস থামিত, হইত কন্তু স্বপ্নে নিমগন । 4. জগতের দুঃথ কিছু কুমার ত নাহি জানে, দেখে নাই, শুনে নাই, ভাবে নাহি মনে, তথাপি হৃদয়ে ধীরে ত্রিদিব করুণা-উৎস হইতেছে সঞ্চারিত অজ্ঞাতে কেমনে । একদিন নিরজনে মনোহর পুরোস্তানে সিদ্ধার্থ ভাবিতেছিল বসি অন্ত মন ; শুক্ল-মেঘ-থও মত রাজহংস শত শত আনন্দলহরী পূর্ণ করিয়া গগন ষাইছে ভাসিয়া স্থখে, হঠাৎ আহত বুকে r একটি কুমার-অঙ্কে হইল পতন । উদ্ধার করিতে শর লাগিল কোমল করে, , কুমার বেদন এই বুঝিল প্রথম,