পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

stav নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দানস্রোতে দরিদ্রতা গেল ভাসি, শাকীরাজ্যে 線 হইল দুঃখের অবসান। উনবিংশ বর্ষ ষবে হইলেন রাজপুত্র উদ্ধাহু-শৃঙ্খলে শৃঙ্খলিত, - উড়িবে অনন্তাকাশে যে বিহঙ্গ মনসাধে হইল পিঞ্জরে নিপতিত । তথাপি রাজার মনে নাহি শাস্তি, এ শৃঙ্খল কাটে পাছে পাখী উদাসীন, নিৰ্ম্মল রোহিণী তীরে নিৰ্ম্মল প্রমোদ-পুী শিল্পী-স্বপ্ন নন্দন-প্রতিম ৷ বেষ্টিত নিবিড় বনে চারু শৃঙ্গে মনোহর গ্রীবা-বর্ষা-হেমন্ত-নিবাস হইল নিৰ্ম্মিত চারু, মৰ্ম্ময়ের স্বপ্ন যেন বিচিত্র তরঙ্গে পরকাশ ! উত্তরে অদূরে স্থির ५Tनभध fश्ञाई ब्र, তুষার রঞ্জতে বিমণ্ডিত, মিশেছে মহান শির মহান অনস্ত সনে, - যেন ধোগ-আত্মা সমাহিত । স্তরে স্তরে মহাবন, দিগব্যাপী শৈলবপু,— স্থানে স্থানে মেঘে আচ্ছাদিত, তুষার নিঝর ধারা শোভে শৈল বক্ষ বাহি, খেন রজতের উপবীত। হিমাচল পদতলে শোভিঙেছে পুরী, ৰেন পুষ্পপাঞ্জ জেব-পদতলে, তিন দিকে রোহিণীর, শশধরে বেষ্টি যেন, মরকত মেখলা উছলে ।