পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ i. 444 ł 8 এই দেহ স্বকুমার, এই প্রেম পুপ-হার, শুকাইবে, রবে,ন কখন। অনিত্য এ স্থখ ছাড়, নিত্য সুখ আবিষ্কার কর তুমি, কর নিক্রমণ। বসিলেন যুবরাজ উঠিয়া পর্যাঙ্কোপরে, অভিভূত, আত্মহারা সেই সঙ্গীতের স্বরে । জীবনের পূর্ব-কথা ভাগিয়া উঠিল মনে । জীবনের উচ্চ লক্ষ্য দেখিলেন জ্বলয়নে । বুঝিলেন এ সংসার অ ণত্য, কিছুই নয়, এজীবন-দীপালোক জ্বলি নিৰ্ব্বাপিত হয় । সত্য বেণু-রব-মত মানব-জীবন হায় ! আইসে কোথায় হ’তে কোথায় ভাসিয়া যায় । কিন্তু এ অনিত্য মাঝে অবশু আছে নিশ্চয় কোনো নিত্য সত্যমুখ, মান-শাস্তি-আলয় । যদি আমি পাই তাহ, পারি প্রদানিতে নরে,— গভীর চিন্তায় মগ্ন হইলেন ধ্যানন্তরে । পুত্রের বিলাসে মুগ্ধ, শাস্ত চিত্ত, ভ্রান্ত মন, নিশশেষে ও কি স্বপ্ন দেখিছেন গুদ্ধোদন ? দ্বিতীয় প্রহর নিশি, নীরব স্তব্ধ জগৎ ; জীবগণ নিদ্র ক্রোড়ে অবিচল মৃতবৎ। এমন সময়ে পুত্র তাজি রাজ আভরণ পরিব্রাজকের বেশে করিতেছে নিক্ৰমণ । পশ্চাতে মঙ্গলগীত গাইতেছে দেবগণ, বাজিছে মঙ্গলবাস্থ আকাশে মধুর স্বন। হৃদয় হইল শুষ্ক, কঁাপিয়া উঠিল বুক,