পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q&も নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কহিলেন, স্বপ্নে ডাকি উচ্চৈঃস্বরে শুষ্কমুখ— •কঞ্চকি কটুকি । ওরে ফাটে বুক দেখে আয় । কাদাই পুরবাসী সিদ্ধার্থ কোথায় মায় ।” (१) বৈরাগ্য। দেখিলেন রাজপুত্র,- দিন দিন মায়াজালে করিতেছে জড়িত সংসার ; যে বিলাস বিষবং ভাবিতেন পূৰ্ব্বে মনে, মুগ্ধ কুহকে তাহার । বিলাসের বিষবৃক্ষ বাড়িতেছে দিন দিন, হৃদয় করিছে অচ্ছিাদিত । खद् िन, aर्थे ठीपं সমূলে স্বধৃদ্ধ-করে । করবেন বলে উৎপাটিত । হইলেন রাজপুত্র পুনঃ ধান-নিমজ্জিত ভয়ে প্রাণ কপিগ গোপার। পুত্র-প্রাণ গুদ্ধেtদন দেখিলেন, অশিকিশে পুনঃ মেঘ হইল সঞ্চার। গ্রীষ্ম বর্ষ। হেমস্তেত্ব বিচিত্র প্রসাদজয় করিলেন নির্শ্বিত, সজ্জিতরমণীর রূপালোকে, সঙ্গীভের প্রধা-স্রোতে, বিলোল বিলাসে প্রপুরিত । ইন্ধন ইঞ্জিয়-স্থাখে চলে রাজা কত মতে ! .. কিন্তু-পুত্র বিতৃষ্ণ সতত । ___ থাকে ধ্যানে অন্তমনে । আনন্দপুর্ণ ভবনে, পদ্মপত্রে নীরবিন্দু মত ।