পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ ৷ (tt\లి দর দর অশ্রীধারী যুগল-নয়নে বৃদ্ধ নৃপতির, নেত্রে সস্তপ্ত যুবার । প্রথম শোকের বেগ করি সংবরণ কহিলেন নরপতি—“কহ বৎস কহ কি দুঃখ তোমার, কেন ছড়িবে সংসার ? সিদ্ধার্থ ! কি চাহ তুমি ? যাহা চাহ তুমি দিব আমি। হায় ! এই রাজকুল প্রতি, এই বৃদ্ধ পিতা প্রতি, প্রজাবতী প্রতি কর দঃ , ত্যজিও না অকালে সংসার, ভাসাও না শাক্যরাজ্য অকুল সাগরে ” কিছুক্ষণ অধোমুখে থাকিয়া নীরবে কহিলেন রাজপুত্ৰ—“চাfর বর তবে দেও দাসে দয়া করি ; দিলে চারি বসু থাকিব সংসারে, গৃহ ছাড়িব না আর । জরায় যৌবন-ফুল যেন না শুকায় : (১) ব্যাধি যেন ব ভু নাহি পরশে আমায় ; (২) মৃত্যু যেন নাহি আসে নিকটে আমার ; (৩) পাই সে সম্পদ যাহা অক্ষয় অপার ” (৪) মুদীর্ঘ নিশ্বাস ছড়ি নৃপতি বিষাদে कश्द्दिशन-“भूख ! यांइ1 इहेदांद्र नरङ्, পাইবার লহে ঘাহা চাহিতেছ তুমি । কল্প করাস্তুর করি তপস্ত কঠোর । না পায় যোগীরা যাহা, পাইব কোথায় ?” কহিল সিদ্ধাৰ্থ-ভধে দেও भशश्रेज ! অস্ত এক বর,-- আমি তযুজিলে সংসার হবে না কাতর তুমি ; সংসারে আবার ।