পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । - (tyల দেখিলেন রাজপুরী । নীরবে গগনে উঠিতেছে শশধর, রজত-সলিলে প্লাবিত করিয়া ধরা, শাক্য-রাজপুরী। “যুবরাজ ! যুবরাজ !” বাষ্পরুদ্ধ স্বরে কঁদিয়া ছন্দক উচ্চে কহিল কাতরে“শৈশবের মাতৃকোল, খেলার প্রাঙ্গণ কৈশোরের, যৌবনের চারু বঙ্গভূমি, বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা, প্রেমের প্রতিম! গোপী শাকাকুলশোভা, সন্তোজাত শিশু, ভাসাইয়া, ডুবাইয়া, শোকের সাগরে কোথায় চলিলে স্থায় । দেখ রাজপুরী নিরমল জ্যোৎস্নার শ্বেত গুম্ৰ বাসে কঁদিতেছে হয় ! নব বিধবার মত ।” কুমার প্রফুল্লমুখে কহিল—“ছন্দক ! এ কি ভ্রম তব ! দেখ দেবদেবীগণ বরধি ব্রিদিব-পুষ্প অমল ধবল, পুষ্পবৃত্ত, পৰিজিত, করিয়াছে পুরী। মানৰ মঙ্গল গীত গাইছেন সবে আনন্দে আকাশে বলি ; পূজিছেন সবে বসক্টিয়া পদ্মাসনে বৃদ্ধ পিতা মাতা, প্রজাবতী, গোপা, নব-প্রস্থত নন্দন।” আবার, আননে অশ্ব চলিল নাচিয় নবেদিত চন্ত্রীলোকে । চলিতে চলিতে অতিক্রমি রাজ্যসীমা, অতিক্ৰমি ক্রমে । ক্রোডাদেশ, মরদেশ, রজনী প্রভাতে প্রবেশিল বেণুবনে অনামার তীরে।