পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪৮ : মৰীনচন্দ্রের গ্রন্থাবলী । । শুষ্কদেহে শুষ্ক মন করি দি সংঘর্ষণ, তবে বুঝি জ্ঞান-অগ্নি পাব দরশন ... কঠোর তপস্তানলে পোড়াইব দেহ মন, অনলে কাঞ্চন করে নির্মল তরল, তপঃ-ক্লেশে ক্লিষ্ট মন পাবে শক্তি অলৌকিক, সংঘর্ষণে হয় মণি পবিত্র উজ্জল।” একদিন চিন্তাকুল ভ্ৰমিতে ভ্ৰমিতে ধীরে নীল নৈরঞ্জন-তীরে শারদ উধার আসিলেন রম্য-বনে , নিবিড় পাদপ শ্রেণী আচ্ছাদিয়া বনভূমিধ্যানমগ্ন প্রায়ণ শরতে শুiমল পত্রে শামল লতিকাপুঞ্জে সাজাইয়া স্থানে স্থানে কুঞ্জ মনোহর, শুভেব চারু পুষ্পে, পুষ্পের সৌরভে চারু, শীতল শারদানীলে, কি বা প্রতিকর ! * উচ্চ শাথে নাম পার্থী গাইছে প্রভাতি গান করি স্বর-লহরীতে দিগন্তু-প্লাবিত, * কোথা পত্র আবরণে ঢাকি ক্ষুদ্র অবয়ব গাইতেছে ক্ষুদ্র পার্থী কি শাস্তি-সঙ্গীত । শরতের নব তৃণে মুগুমিল তরুতল । স্থানে স্থানে মুগুমিল শোভে সুন্সবন, নীর নিশ্চল স্থির, বসি যেন যোগাসনে গভীর সমাধি-মগ্ন বনঘোগিগণ । যত দূর স্বায়ু চক্ষু, শস্তক্ষেত্র নবস্তাম,— শুiম মরকতে ধরা যেন বিমণ্ডিত ! প্রাপ্তরের প্রাপ্তভাগে শোভিতেছে নানা গ্রাম, শ্ৰেীড়ে গ্রাম উরুৰি নদিক সজ্জিত।