পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૭૨ના নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বারবার পুণ্যক্রম করি প্রদক্ষিণ। সপ্তাহ দ্বিতীয় দেব-নেত্রে মিনিমেষ চাহিয়া আতলশীর্ষ সেই পুণ্যক্রম হইল অতীত মুখে। সপ্তাহ তৃতীয় ভ্ৰমিতে ভ্ৰমিতে সেই পুণ্যতরুতলে নিৰ্ব্বাণ-অনন্দে মগ্ন হইল অতীত, চাহিয়া চাহিয়া স্নেহসঞ্জলনয়নে তরুবরে। সুপবিত্র ছায়ায় যাহার । তাহার সকল আশা হইল সক্ষল, লভিলেন বুদ্ধ-জ্ঞান, মুখ নিৰ্ব্বাণের, নাহি চাহে প্রাণ যেতে ছাড়িয়া তাহারে চতুর্থ সপ্তাহে বনে ভ্ৰমিয়া ভ্ৰমিয়া, সপ্তাহ পঞ্চম ষষ্ঠ নানা তরুমূলে, সপ্তাহ সপ্তম নীল নৈরঞ্জনা-তীয়র তারায়ণ তরু হলে তারায়ণ বনে. নিৰ্ব্বণের উপভোগে হইল অতীত । নাহি ক্ষুধা, নাহি তৃষ্ণ, পূর্ণ সিন্ধুমত নিৰ্ব্বাণ-মুধায় পূর্ণ হৃদয় তাহার শাস্ত, স্থির, অবিচল। হইলে অতীত এরূপে সপ্তাহ সপ্ত, উরুবিহুপথে যাইতে উৎকলবাসী বণিকযুগল, 'এপুর’ ‘ভল্লিক” ভ্রাতা, চক্র শকটের হইল প্রোধিত ভূমে ; খুজিতে সহায় নিরথিল সৌম্যমূৰ্ত্তি তারায়ণমূলে । ভক্তিভরে উপহার দিল খাদ্য নানা মধু ইক্ষুখণ্ড সহ ; ইক্ষুখও মধু