পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*●●8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এখনো চাহিয়া দেব ফুল্ল চন্দ্রপানে । সচেতন দুই চন্দ্র, পূর্ণ জ্ঞানালোকে, চাহি স্থির অচেতন এক চন্দ্র পানে । অচেতন চন্দ্রীলোকে দীপ্ত ধরাতল, সচেতন চন্দ্রীলোকে, অনন্ত অতল । কহিলেন শান্ত স্থির কণ্ঠে--ভিক্ষুগণ ! পূর্ণ মম জীব-চক্র, কৰ্ম্ম-চক্র আর এত জন্মে এত যুগে আবৰ্ত্তিত আর . জন্ম-জরা-মৃত্যু-চক্রে হুইব না ঘোর দুঃখপূর্ণ, উপস্থিত নিৰ্ব্বাণ আমার । শিখাইমু যেই ধৰ্ম্ম, করিমু প্রচার, অনুষ্ঠিয় ভক্তিভরে, শিখাইয়া নরে, লভিও নিৰ্ব্বণি-মুধা a নিৰ্ব্বাণ-সলিলে ভাসাইও পরিতপ্ত এই ধরাতল । সে মহানিৰ্ব্বাণ-ধৰ্ম্ম সংক্ষেপে এখন কহিব-জীবন শেষ, শক্তি মম শেষ,— জীবনের শেষ শিক্ষা, শেষ কথা মম মিৰ্ম্মল হৃদয়-পটে কর মুদ্রাঙ্কত, মৰ্ম্মর-ফলকে শ্বেত, অমর অক্ষরে । শ্রুত এই মহাগ্ৰস্থ, হৃদয়ে অঙ্কিত, হবে তোমাদের শ্রক্তি ; তোমাদের স্মৃতি, স্মৃতিশাস্ত্র এ ধৰ্ম্মের ; এ ক্ষুদ্র নিঝর হবে কালে পরিণত মহাপরিবারে প্লাবি এই ধরাতল নিৰ্ব্বাণ-সুধায় ।” নীরব নিম্পদ বন, নিম্পন্দ নীরব । ধরাতল,চরাচর ; নিম্পন্দ নীরব