পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচঞ্জের গ্রন্থাবলী । 8 هوه - § 3 “আরোহিলে সমাধির সোপানে তৃতীয় জন্মিবে উপেক্ষ জড়ে ; হবে বিদূরিত সুখ-দুঃখ জ্ঞান , আত্মা অম্পদ অক্রিয়,“উপেক্ষক, হবে পূর্ণ আসক্তি-অতীত । - 邻仓 “আরোহিলে সমাধির সোপানে চরম, হইবে নিৰ্ব্বাণ তব অহঙ্কার-জ্ঞান : ' হইবে নিৰ্ব্বণি জন্ম-মৃত্যু-আবিৰ্ত্তন , হবে বুদ্ধ ভিক্ষুগণ লভিবে নিৰ্ব্বাণ । 8や2 “কৰ্ম্ম নাই, জন্ম নাই, নাহি মৃত্যু আর ! মুখের তৃষ্ণায়, দুঃখ তাড়নায় অরি, নহে বিচলিত ; আত্মা শাস্তাকাশ মত অনন্ত, অসীম, শান্ত, শাস্তি-পারাবার ! g *নিৰ্ব্বাণের পথে সঙ্ঘ দিকপ্রদর্শক । ভিত্তি ধৰ্ম্ম-চক্র ; চারি অক্ষয় প্রাচীর চারি অ৷র্য সত্য ; অষ্ট স্তম্ভ অষ্ট পথ ; সাধনার দুষ্টকক্ষ-ভিক্ষু ভিক্ষুণীর। 8* *উৰ্দ্ধে উচ্চ চারি তল,-চারি সমাধির । শিরে পূর্ণচন্দ্রনিচ চূড় স্থদর্শন,— নিৰ্ব্বাণ স্থধার সিন্ধু,-দেবলোকাতীত শক্তির ভূষিতস্বর্গ বুদ্ধ-নিকেতন।