পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অধ্যায়। ইহুদি প্রদেশে জন্মিল “জোসেফ”, ভাৰ্য্যা "মেরী” শুদ্ধমতী । স্বামীর সহিত না হ’তে মিলন, হইলেন পুত্রবতী । -জু্যায় পরায়ণ - জোসেফ তখন চিন্তিলেন মনে মনে, লোক কলঙ্কিনী না করি তাহাকে বজ্জিবেন সঙ্গোপনে । এমন সময়ে ঈশ্বরের দূত কহিল স্বপনে তঁয়—

  • করিওনা ভয় • করিতে গ্রহণ

জোসেফ তব ভাৰ্য্যায় । পরমাঙ্কা জাত হবে পুত্র তীর, রেখে তার যিশু নাম, মানব সকল পাপ হতে তিনি । করিবেন পরিত্রাণ ।”