পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yు ཙཱ་ཤ༤ * 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । • তোমরা প্রাচীন কাছে করেছ শ্রবণ— ‘করিওন। পর্দার তোমরা কখন * আমি কহিতেছি, কাম নেত্রে যেই জন, অন্ত রমণীর প্রতি করে নিরীক্ষণ ব্যভিচার বাসনায়, পূর্ণ পরদার করেছে সে কলুষিত হৃদয়ে তাহার। করে যদি পাপ তৰ দক্ষিণ নয়ন, করিও নিক্ষেপ তাহা করি উৎপাটন । মঙ্গল একট অঙ্গ হয় বিনাশিত, না হইয়া সৰ্ব্ব দেহ নরকে পতিত । শুনিয়াছ—‘ষে করিবে পত্নীৱ ৰঙ্গন, বিবর্জন-পত্র তীরে করিবে অর্পণ ।” আমি কহিতেছি—বর্জে যে নিজ কামিনী বিনা ব্যভিচার দোষে, তাহাকে স্বৈরিণী করে সেইজন ; সেই বর্জিত বামৗর যে করে বিবাহ, তার ঘটে পরদার । কহিয়াছে প্রাচীনেরা—‘করিয়া গ্রহণ শপথ ঈশ্বর নামে, করোনা লঙ্ঘন ।” তোমরা স্বর্গের নামে শপথ গ্রহণ ক্ষরিও না, স্বৰ্গ ঈশ্বরের সিংহাসন ; কিংবা পৃথিবীর নামে,—তায় পদােসন । কিংবা পূণ্যতীর্থ নামে,—নগর তাহার । কিংবা উপলক্ষ করি মস্তক তোমার । একটা মস্তক-কেশ করিতে তোমার শ্বেত কিংবা কৃষ্ণ, বল আছে সাধা করি ? cকবল কহিবে কথা “ই, না” মাত্র সার ।