পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ બુર્જ # &సెat ইহার অধিক যাহা পাপের আধার। শুনিয়াছ—“নেত্র বিনিময়েতে নয়ন, দন্ত বিনিময়ে দস্ত করিবে গ্রহণ " আমি তোমাদের কহি—পাপে কদাচিত হইও না প্রতিদ্বন্দ্বী ; কেহ অনুচিত তোমার দক্ষিণ গণ্ডে প্রহারিবে যবে, বাম গণ্ড ফিরাইয়। দিও তারে তবে । এক খানি বস্ত্রতরে যে চাহে বিচার, দিওভারে অন্ত বস্ত্রখানিও তোমার । বল ক্রমে এক ক্রেশ নিবে যেই জন, তার সঙ্গে দুই ক্রোশ করিবে গমন । cযজন চাহিবে ভিক্ষ, করিবে প্রদান ; করিওনা ঋণপ্রার্থী জনে প্রত্যাখ্যাম । শুনেছ—"বাসিবে ভাল প্রতিবেশিগণ, আপন শক্ররে ঘৃণা করিকে তেমন - আমি কহিতেছি--সবে বন্ধুর সমান শুক্রকে বাসিও ভাল। করিও প্রদান অভিশাপ বিনিময়ে আশীৰ্ব্বাদ আর, স্বর্ণ বিনিময়ে সবে দিও উপকার। ঈর্ষ করে যেই জন, করে অত্যাচার, মাগ্নিও ঈশ্বর কাছে মঙ্গল তাহার । স্বর্গে ষেই পিতা ভব করেন বিষ্কার, হ’তে পার ষেন সলে नंखान তাহার । পাপী, পুণ্যৰানে দেয় তার রবি কর । সাধু অসাধুকে বর্ষে তাহার অম্বর । । ষে আমারে বাসে ভাল, ভালবাসি তারে,