পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। عواجيه . কহিল সকল শিষ্য সেইরূপ ; গিয়া তবে স্থানান্তরে কহিলেন শিষ্যে পুনৰ্ব্বারতোমরা এখানে থাক, আমি গিয়া ওইখানে নিরুজনে উপাসনা করি একবার।” পিটার সহিত তিন শিষ মাত্র নিলা সঙ্গে,— চিত্ত চিস্তাভারাক্র্যস্ত, বিষাদ-আধার। কহিলেন তাহাদেরে- "মৃত্যু৭:ছায়ার মত ঘোরতর বিষাদের ছায়া অন্ধকার, আমার হৃদয় আজি । ছাইয়াছে, বৎসগণ। তোমরা এখানে থাক প্রহরী আমার ” । গিয়া কিছু দূৰ্ব তবে 4भंठ इद्देश्व छूट्भ কহিলেন-“পিত: মম। যদি সম্ভাবিত, এ বিষাদ-পাত্র মম,– মম ইচ্ছামতে নহে,— তব ইচ্ছা হয় যদি, কর অপনীত ।” শিষ্যত্র নিদ্ৰগিত ; কহিলেন-“পাধিলেন। পিটার । একটি ঘণ্ট। জাগিতে কেবল ? জাগ, কর উপাসনা, লোভে যেন নাহি পড় ; আত্মার ত ইচ্ছা, কিন্তু শরীর দুৰ্ব্বল " | কিছু দূরে গিয়া পুন: করিলেন উপাসনা-“পিতঃ মম! আমি ইহা না করিলে পান, যদি এই পাত্র কভু নাহি হয় আপনীত,— হে পিতঃ ! হউক পূর্ণ তব মনস্কাম ” ফিরি দেখিলেন পুনঃ নিদ্রাগত শিষ্যগণ, আবিস্তৃত ঘোর নিদ্রা তাদের নয়নে । ছাড়িয়া তাদেরে গিয়া করিলেন উপাসনা . সেরূপে তৃতীয়বার বসি নিরজনে ।