পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। ১° ৪৭ বিক্ষিত হইলেন। তাহদের বোধ হইল, রমণীর দেহ নবনীতময় ; তাহাতে অষ্টি নাই । সেই নবনীতাঙ্গে অদ্ভুত শক্তি ও কৌশল। এক একটি ব্যায়াম দেখিতে দেখিতে অনাথনাথের হৃদয়ে তাহার জীবনের জন্য আশঙ্কা উপস্থিত হইতে লাগিল। র্তাহার চক্ষে জল আসিল ; কিশোরী কখন চরণে মহিষের বক্ৰশূঙ্গ বাধিয়া বহু উদ্ধে দুই খুঁটার মধ্যে টাঙ্গান দড়ির উপর দিয়া শিশুটিকে অঙ্কে লইয়া দ্রুতবেগে ছটিয়া যাইতেছে, কখন বা দড়ির উপর স্থিরভাবে দাড়াইয় এক এক পী সঃ ইয়া নাচিতেছে। কখন বা শিশুটিকে উদ্ধে উৎক্ষিপ্ত করিয়া লুফিয়া লইয়া তাহার মুখচুম্বন করিতেছে । অনাশ্ব এতক্ষণে বুঝিতে পারিলেন যে কিরূপে তরঙ্গে দোলায়মান তরীর হালে দাড়াইয়া সে *কমলে কামিনী"র অভিনয় করিতে পারিয়াছিল। কখন সে বেঢ়িয়ার নাভিস্থ একটি উচ্চ বাশের উপর উঠয়, কখন এক পা, কখন এক হস্ত, কখন বক্ষঃ কক্ষ পৃষ্ঠমাত্র স্থাপন করিয়া নিরালম্ব নিরাশ্রয়ভাবে দীননয়নে তাহার দিকে চাহিয়াছে। কখন সে চিৎ হুইয়। ক্ষুদ্র দেহগতাটিকে একটি চক্রে পরিণত করিয়া এবং বৃক্ষের উপর শিশুটিকে দণ্ডায়মান রাখিয়া, মাটি হইতে একটি ক্ষুদ্র দুয়ানি গোলাপসন্নিভ অধরেীষ্ঠে তুলিয়া লইতেছে । তাহার সেই স্বেদাক্ত, কুঙ্কমকোমল মুখখানি রেথিয়া, অনাথনাথের স্বদ্য করুণায় উছলিয়া উঠিল বালিকা তাহার এই করুণ ভাব লক্ষ্য করিড়েছিল, এবং এক একবার তাহার দিকে সস্নেহ করুণ কাতরবৃষ্টিতে দেখিতে ছিল। তাহার পর বালিকা এক আন্ত্রের মাটি পুতিল। কিঞ্চিৎ পরে সে অাটিতে বৃক্ষ হইল ; আরও কিছু পরে তাহাতে আম্র ফলিল । সকলে দেখিল, প্রকৃত আস্ত্রের ডাল ও তাহাতে আস্ত্রের ফল। সৰ্ব্বশেষে বাজিকর একটি ক্ষুদ্র শিবির প্রস্তুত করিল, তাহার ভিতর সেই বালিকা প্রবেশ করিল। কিছুক্ষণ পরে বাজিকর