পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ভানুমতী। ১৭৬১ ধানে গঞ্জনা বেদেনী সামুনাসিক স্বরে কাদিতে লাগিল, ং চক্ষু মুছিতে লাগিল । অনাথনাথের পত্নী মনে করিলেন, অভাগিনী ষে পোড়াtাগী, তাহার আর সন্দেহ নাই। এমন দেবীতুল্য মেয়ে না লে এমন পাপিনীর গর্ভে জন্মগ্রহণ করে ? * কিছুক্ষণ নীরব থাকিয়া অনাখনাথ আবার সেইরূপ গম্ভীরকণ্ঠে গলেন,-“তোমার মেয়ে হউক, আর যার মেয়ে হউক ; নয়েটিকে দেখিয় অবধি তাহার প্রতি আমার বড় স্নেহ ইয়াছে । মেয়েটিকে আমাকে দিতে হইৰে । তোমরা কি চাও দিব, জায়গা চাও, আমার এ জমিদারীতে জায়গা দিব। ড়িী ঘর করিয়া দিব,- তোম। যাহাতে আর এ ব্যবসা না করিয়া এক জন ভাল গৃহস্থের মত থাকিতে পায় ।” - বেদে যেন আকাশের চাঁদ হাতে পাইল। সে মেয়েটিকে বড় ভালবাসিত অনাথনাথ জমিদার। তিনি মেয়েটিকে যখন এরূপ করিয়া চাহিতেছেন, তখন তাহাকে কত মুখেই রাখিবেন । তাহার নিজেরও বাড়ী, ঘর, জায়গা জমী করিয়া দিবেন। অন্ধের প্রতি ইহার অপেক্ষ দয়া আর কি হইতে পারে ? সে আনন্দে অধীর হইল, এবং কৃতজ্ঞতাস্থচক গদগদকণ্ঠে বসিল,—“অন্ধ ভিখারীর প্রতি বাবুর এই দয়া ! বাবুকে ঈশ্বর আরও বড়মানুষ করুন ! বাবুর সোণীর কলম রূপার দোয়াত হষ্টক " তাহার আর বাক্য সরিল না । * বেদেনীও হতে চাদ পাইল । সে বাবুটকে আরও বোকা সাব্যস্ত করিল। সে মনে মনে সঙ্কল্প করিল, এ চাঁদ পূর্ণিমার, চাদ, সোণার চাদ করিতে হইবে। সে রুক্ষ্ম কণ্ঠে বলিল,-“ভাল দয়া। আমার পেটের মেয়েট, আমার সাত রাজার ধনট, একে দিব, আর উনি আমাকে একটা ঘর আর একটু জমী দিবেন।