পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆԳՅծ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আহত হইতে লাগিল যে, আর উহাতে থাকা তিনি নিরাপদ মনে করিলেন না । তিনি বজরা, পরিত্যাগ' করিয়া তাহার নিকটবৰ্ত্তী কাছারি-বাটতে যাইবেন, স্থির করিলেন ; কিন্তু যাইবেন কিরূপে ? এরূপ ঝড় ও বৃষ্টি হইতেছে যে, বঙ্গর হইতে মুখ বাহির করিবার সাধ্য নাই। কি করিবেন, ভাবিতেছেন, এমন সময়ে ঝড়ে বজরার গবাক্ষ উড়াইয়ু লইতে লাগিল, এবং ভীষণ ধিক্রমে ঝড় বজরার মধ্যে প্রবেশ করিতে লাগিল । তখন আর তিলদ্ধ বিলম্ব না করিয়া সম্মুখে বসন বিছানা যাহা পাইলেন, তাহার দ্বারা তাহার স্ত্রীকে আবৃত করিয়া ও আপনি ক্রোড়স্থ শিশু পুত্র সহ আবৃত হইয়া বজয় হইতে অতি কষ্টে অবতীর্ণ হইলেন, এবং কাছারি দিকে চলিলেন । তিনি তাহার স্ত্রীকে বাম হস্তে জড়াইয়া ধরিয়াছিলেন, কিন্তু সাধ্য কি, এক পী অগ্রসর হইবেন ? ঝড়বেগ তাহাদিগকে এক দিকে ঠেীিয়া লইয়া যাইতে লাগিল । গায়ের আবরণ ও চৰ্ম্ম পৰ্য্যন্ত ভেদ করিয়া বৃষ্টিধারা বন্দুকের গুলির মত শরীরে প্রবেশ করিতে লাগিল । তঁহার কঁাপিড়ে লাগিলেন, কাদিতে লাগিলেন, শেষে চলিতে না পারিয়া বসিয়া পড়িলেন। সিন্ধু জুনে ও ঝটিকাগর্জনে বর্ণ বধির হইয়া যাইতেছিল। তাহদের বোধ হইল, যেন মহাবিক্রমে ধরা প্লাবিত করিতে সিন্ধু ঘোর গর্জন করিয়া আসিতেছে। ইতিমধ্যেই—এই ৩টা ৩ টার সময়ই,— প্রায় চাপি দিক সন্ধ্যার মত অন্ধকার হইয়া উঠিয়ছে । অবিরল বৃষ্টিধারায় যে ক্ষীণালোক আছে, তাহাতেও কিছুই দেখিতে দিতেছে না। তাহার ভূত্য ও মাঝিগণ আসিয় তাহাদিগকে । ধরিল, এবং জড়াইয়া লইয়া হাহাকার করিতে করিতে তঁহিদিগকে জড়পদার্থে মত গই চলিল। কাছারি, গ্রাম, পাহাড়, সমুদ্র, কিছুই দেখা যাইতেছিল না। কৃষ্ট এরূপ বেগে পড়িতেছিল ।