পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । ১৭৭১. তেছেন। সেই ঘোর অন্ধকার তাঁহারই বর্ণ সেই ঝটিকা । ..তাহারই গতি ও মৃত্য, ঝটিকার রহিয়া হছিয়া সেই ভীষণাঘাত, র্তাহাবই অসি প্রহর । তাহরই পদলনে সিন্ধু বিলোড়িত হইয়া, অগ্নি উদগিরণ করিম্ভেছে । মেঘস্তরে য আলোক দেখা যাইতেছে, উহা তাহার নেত্রানল, এবং বারিধারা তাহারই লোলঙ্গিহাবিগলিত রুরিধারা । অনাথনাথ বুঝিতে পরিলেন যে, ঘূর্ণবাতায় সহস্ৰ সহস্ৰ লোক, সংহারকারিণী গ্রাসে পতিত হই%, তাহাশে রুধিরপ্লবিত নরমুণ্ডমালিনী সজাইতেছে । সমুদ্রে ও আকাশে আলোকরশি দেখিয়া সকলের মনে সমধিক আতঙ্ক উপস্থিত হইল ; এ আলোক কিসের, কেহই স্থির করিতে পাঠিয়েছিল না । কয়েক দিবস যাবৎ স্বেরূপ দারুণ গ্রীষ্ম পড়িয়ছিল, অনাথনাথ ধেরূপ গন্ধকের গন্ধ অনুভব কপিয়ছিলেন এখনও ঝটিকা যেরূপ গন্ধকের গন্ধ বহিয়া আনিতেছিল, তাহাতে র্তাহার বোধ হইল, ভূগর্ভস্থ গৈরিকল্পি সমুদ্রে নির্গত হইতেছে । আকাশেও তিনি লক্ষ্য করিয়া দেখিলেন, প্রজ্বলিত গৃহগ্নিতে মেঘমালা স্তরে স্তরে রঞ্জিত হইতেছে । স্থানে স্থানে যেন বিচ্যদলোকে মেস্তের বস্তৃক্ষণ পর্য্যস্ত আলোকিত করিয়া রাগিতেছে, এবং ঝটিকার ভীষণ ক্রীড়া ভীষণতর করিয়া তুলিতেছে। এটার সময় হই ে ঘোরতর অন্ধকার হইয়াছিল। ৬টার সময়ে ঠিক যেন অমাবস্তার নিশীথের মত অন্ধকার হইল ; এবং দক্ষিণ দিক হইতে এরূপ ভীষণ বেগে ঝড় বহিতে লাগিল যে, আর তাহদের ঘরে থাকা অসাধ্য হইয়া উঠিল। ষে কাছারীঘরে তিনি আশ্রয় লইয়াছিলেন, তাহতে প্রকাগু প্রকাও পৰ্ব্বত্য:t F ۹۰۰ 邨 ছিল । কিন্তু তথাপি গৃহখানি প্রত্যেক আঘাতে মড়মড় শব্দে কঁপিতে লাগিল। প্রত্যেক আঘাতের পর ঝটিকা মাংরি ঘুরিয়া আসিয়৷ ষেন বল-সঞ্চয় করিতে একটু