পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

د۹۹ یا sts লোকের মত যথাসাধ্য আর্তের সেবা করিতে করিতে তিনি লক্ষ্যহীন ভাবে অগ্রসর হইতে লাগিলেন। . এই ভীষণ শবক্ষেত্রে সমস্ত দিন পৰ্য্যটন করিয়া অনাথনাথ । তাহার পত্নী, পুত্র ও সেই বালিকাকে জীবিত কি মৃত দেখিতে পাইলেন না। পূৰ্ব্বাহ্লের পর মধ্যাহ্ন আসিল, মধ্যাহ্নের পর অপরন্তু আসিল। অপরাস্তুের পর সন্ধ্যার ছায়ায় সমুদ্র ও বেলাভূমি ছাইতেছিল । এ সময়ে তিনি সমুদ্রসৈকতে উম্মত্তের মত ভ্ৰমিতেছিলেন। সমুদ্রবেলা অবিরাম তরঙ্গাঘাতে অন্ত সময় কেবল চঞ্চল ফেনমালায় শোভিত থাকে আজি অচঞ্চল শব মালায় যেন মুণ্ডমালী সাজিয়াছে। নানা জীবজন্তুর আচঞ্চল শবমালার সঙ্গে সচঞ্চল ফেনমালা কি ভীষণ ক্রীড়া করিতেছে ! শবরাশির সঙ্গে এখানেও ভগ্ন গৃহ ও গৃহস্থের উপকরণ এবং কৌধুও ভগ্ন মেীকাথও সকল পড়িয়া আছে । কাল অপরাষ্ট্রে যে সমুদ্রগর্ভ অনাথনাথ নানাবিধ অর্ণব-যানে খচিত দেখিয়াছিলেন, আজ তাহ কেবল ভাসমান মৃতদেহে পরিপূর্ণ দেখা যাইতেছে। অকস্মাৎ তাহার কর্ণে সেই গীতধ্বনি প্রবেশ করিল,— “কি ভীষণ রণে দেথ না নয়নে নাচে কালী রণরঙ্গিণী • একি তাহার ভ্রান্তি ? তিনি ত সমস্ত রাত্রি ভানুমতীর সেই গান শুনিয়াছেন। ধোরারাবপুর্ণ প্রলয়ের মধ্যে তিনি অবিরাম ঘোরারাবী মহারেী প্রণয়কারিণীর সেই রূপ নয়নে দর্শন করিয়াছেন, হৃদয়ে অনুভব করিয়াছেন। র্তাহার সেই ঘোরা ভীষণ মূৰ্ত্তি তাহার হৃদয়ে অঙ্কিত হইয়া গিয়াছে । তিনি । সমস্ত রাত্রি সেই গীত শুনিয়াছেন, সেই মূৰ্ত্তি প্রত্যক্ষবং দেখিয়াছেন। এ নিশ্চয় তাহার ভ্রাস্তি। কিন্তু আবার তিনি সেই গীত শুনিলেন। ক্রমে যত অগ্রসর হইতে লাগিলেন, ততই স্কটতররূপে সেই শাস্তু সায়াহ্নে সমুদ্র-নিন'ঙ্গে মিশ্ৰিত সমুদ্রানিলে বাহিত ।