পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলা । به همراه : উপস্থিত হইল, এরং একজন ভৃত্যের কাছে শুনিতে পাইল যে, সত্য সত্যই একজন মহাপুরুষ সন্ন্যাস সে সময়ে মন্দিরে অবস্থিতি করিতেছেন। আনন্দে, আবেগে, অজ্ঞাত আশায় নিরাশায়, তাহার ক্ষুদ্র হৃদয় কম্পিত হইল। সয়ালী একটা বিশাল পাৰ্ব্বতপাদপচ্ছায়ায় স্থির নয়নে অনন্ত সমুদ্রের দিকে চাহিয়৷ ধ্যানস্থ বসিয়াছিলেন। কি মূৰ্ত্তি । - . বীর্বপু, ক্ষীণ কাট, প্রশস্ত উরস, তেজঃপুঞ্জ স্বর্ণকান্তি ভষ্মে আচ্ছাদিত । জটার মুকুট উচ্চ শোভিতেছে শিরে, আদিনাথ-অদ্রিশিরে শোভিতেছে যেন উচ্চচুড়া মন্দিরের বসি যোগ।সনে, মহাযোগী, দীর্ঘ দেহ স্থির সমুন্নত । যোগস্থ আয়ত নেত্ৰ আকৰ্ণবিস্তৃত, চাহি অৰ্দ্ধ নিৰ্মীলিত মহাসিন্ধু পানে । স্থির, শাস্ত, অপর্লক । কুদ্রাক্ষেস মাল; অচল দক্ষিণ করে । শোভিছে বরদ বাম কর বাম অঙ্কে, যেন মহাধোগী করেছেন বরদান জীবে, চরাচরে । শেখর নীরব স্থির, স্থির চ aiচর । কেবল সমুদ্রানিল বহিতেছে ধীরে • কাপাইঃ বৃক্ষপত্র, উত্তীর-বাস বাম-অংস-বিলম্বিত, ধীরে ধীরে ধীরে । অপরাহ্ল-বিকল্পে ভসে চরি দিকে কি দৃপ্ত ধরনাতীত সিন্ধু-বসুধাঃ । চাৰু দিকে জলরাশি, অনও অতল ; পশ্চিমে দক্ষিণে মহলীল। নীলাম্বুর । 鶯