পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । هواه مAb' আবির্ভাব হইয়াছে, এই চাটুকারের সামান্ত স্বার্থের জন্তে না কহিতে পারে, এমন মিথ্যা কথা নাই ; না করিতে পারে, এমন পাপ নাই ; না জানে, এমন প্রবঞ্চন নাই। এই নীচাশয়দের চক্রক্তে অভিযোগ নিষ্ফল হয় । $. ভা। তবে কি হিন্দুধর্মের হিন্দু তীর্থের, কোনও মতে বৃক্ষ হইবে না ? § স। হইবে। তবে হিন্দু পুরুষপুঙ্গবদের দ্বারা হইবে না। হইবে—হিন্দু রমণীর দ্বারা । সতী সাধবী ধৰ্ম্মপ্রাণ হিন্দু রমণী আছে বলিয়া দেশে এখনও ধৰ্ম্ম আছে, তীর্থ আছে। কোনও পুণ্যবতী সোপানশ্রেণীর নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন বলিয়া এখনও যান্ত্ৰিগণ চন্দ্রশেখর আরোহণ করিয়া চন্দ্রনাথ দর্শন করিতে পারিতেছে। তোমার মত হিন্দু রমণীরাই এ সকল তীর্থ রক্ষা করিবে ! ভা। হায় বাবা ! আমি ভিখারিণী য়েদের মেয়ে । আমার দ্বারা কেমন করিয়া এত বড় একটা মহৎ কাৰ্য্য হইৰে ? স। মা ! তোমাকে পুনৰ্জ্জীবিত করিবার সময়ে পুরী গোস্বামী তোমার কর্ণে শক্তিসম্পন্ন মন্ত্র প্রদান করিয়াছিলেন । তোমার অসাধ্য কৰ্ম্ম নাই। যথাসময়ে তিনি তোমার ঈদয়ে ইহার উপায় উদ্ভাসিত করিয়া দিবেন। সন্ন্যাসী দক্ষিণ হস্ত প্রসারিত করিলেন। বালিকা পাদপদ্মে প্রণত হইলে, তিনি তাহার শিরে সেই বরদ পদ্মপাণি স্থাপন করিয়া বলিলেন,-“আমি আশীৰ্ব্বাদ করিতেছি তোমার মনোরথ পূর্ণ হউক।” f